chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ডিএনসিসি’র গাড়ি কেড়ে নিল সাংবাদিকের প্রাণ

চট্টলা ডেস্ক: এবার দক্ষিণের পর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় মোটর সাইকেল আরোহী সাংবাদিক আহমেদ কবিরের মৃত্যু হয়েছে। তিনি প্রথম আলোর পেস্টিং বিভাগে কাজ করতেন। সাত বছর আগে চাকরি ছেড়ে দিয়ে প্রিন্টিং ব্যবসা করছিলেন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক আসাদুজ্জামান।

তিনি জানান, বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে পান্থপথে বসুন্ধরা সিটির পাশে শাপলা ফার্নিচার দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই ময়লার গাড়িটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। বিস্তারিত জানার জন্য চেষ্টা করা হচ্ছে।

উল্লেখ্য, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মারা যায় নাঈম হাসান (১৭) নামে নটরডেম কলেজের উচ্চ মাধ্যমিক পর্যায়ের মানবিক বিভাগের এক শিক্ষার্থী।

সে ঘটনা নিয়ে দুদিন ধরে বিক্ষোভ দেখিয়ে চলেছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এরমধ্যেই আবারো এ ধরনের আরেকটি ঘটনা ঘটলো।

এমকে/চখ

এই বিভাগের আরও খবর