লক ফেইসবুক প্রোফাইল দেখতে করণীয়
ডেস্ক নিউজ: বর্তমানে অনেকে নিজের ফেইসবুক প্রোফাইল লক করে রাখেন। এর ফলে ফ্রেন্ডলিষ্ট ছাড়া কেউ লক করা ওই প্রোফাইল দেখতে পারেনা। কিন্তু কিছু নিয়মের মাধ্যমে দেখতে পারা যায়। তা নিচে বর্ণনা করা হল-
* প্রথমে কম্পিটার থেকে ফেসবুকে লগইন করে ব্যবহারকারীর লক থাকা প্রোফাইলটিতে যেতে হবে।
* এরপর প্রোফাইল পিকচারে রাইট ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেসে ক্লিক করে তা কপি করে নিতে হবে।
* ব্রাউজারে নতুন উইন্ডো খুলে সেখানে কপি করা ইউআরএল পেস্ট করতে হবে।
* ফলে সহজে প্রোফাইল পিকচার দেখে নিতে পারবে।
লকড প্রোফাইল দেখার দ্বিতীয় পদ্ধতি
লকড প্রোফাইল দেখার আরও একটি পদ্ধতি রয়েছে। প্রোফাইল থেকে ইউজারনেম নিয়ে ‘http://graph.facebook.com/username/userid/picture?width=2000¨eight=2000’ এই লিঙ্কে যেতে হবে। ইউজারনেমের জায়গায় নাম লিখলেই প্রোফাইল পিকচার দেখা যাবে।
নচ/চখ