নগরবাসীর দুর্ভোগ কমাবে ‘আইস অব সিএমপি’
নিজস্ব প্রতিবেদক: ‘হ্যালো ওসি’ সেবা চালু করে চট্টগ্রামসহ সারাদেশে প্রশংসা কুড়িয়েছিল চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি)। প্রথাগত সেবার বাইরে এ কার্যক্রম পৌঁছে গিয়েছিল সেবা প্রার্থীর দুয়ারে। ভিন্ন অভিজ্ঞতার রসদ নিয়ে সিএমপি এবার চালু করেছে ‘আইস অব সিএমপি’ বা সিএমপির চোখ।
এক গুচ্ছ সেবা নিয়ে চালু হওয়া এই সেবার আওতায় নগরে যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনাসহ অপরাধ প্রবণতা কমিয়ে আনার সুযোগ থাকছে বলে মনে করে সিএমপি। নগরজুড়ে সিসিটিভি ক্যামেরার সহায়তায় মিডিয়া সেন্টার থেকে যাবতীয় বিষয় মনিটরিং এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার সুযোগ থাকছে।
এছাড়াও স্থান অনুযায়ী পরিবহনের ভাড়া এবং সিএমপি সেবা পেতে ‘হ্যালো সিএমপি’ নামে একটি অ্যাপস চালু করা হয়েছে । এই অ্যাপসের সহায়তায় যাত্রীরা দূরত্ব অনুযায়ী ভাড়া দেখার সুযোগ পাবেন। এছাড়া বাড়তি ভাড়া নিলে অভিযোগ জানানোর সুযোগ পাবেন।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে দামপাড়ায় এক সংবাদ সম্মেলনে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মানুষের মধ্যে অপরাধ প্রবণতা কমিয়ে আনতে এবং অপরাধীদের মধ্যে ভীতি তৈরি করতে বর্তমানে নগরে ৪১১টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। সামনে সিসিটিভির ক্যামেরা বাড়িয়ে সাতশোটিতে নিয়ে যাওয়া হবে। প্রাথমিকভাবে নগরের ১১টি পয়েন্টে এসব ক্যামেরার মাধ্যমে ট্রাফিক ব্যবস্থা থেকে শুরু করে যাবতীয় বিষয়গুলো মনিটরিং করা হবে। ভবিষ্যতে সিসিটিভি ক্যামেরা বাড়ানো হবে।
তিনি আরও বলেন, এই সেবা চালু করতে গিয়ে আমাদের নগরের ব্যক্তিগত মানুষের ক্যামেরার সহায়তা নেওয়া হয়েছে। আমরা সবাইকে অনুরোধ করব অফিস বা কার্যালয়ের বাইরে আরকেটি ক্যামেরা স্থাপন করার। এমনকি এসব ক্যামেরা কীভাবে কাজ করবে, সে বিষয়ে দায়িত্বশীল একটি টিম কাজ করবে। আমাদের পরিকল্পনা রয়েছে ব্যক্তিগত ক্যামেরাগুলো এক পর্যায়ে নিজেদের আয়ত্তে নিয়ে আসার। জনদুর্ভোগ কমিয়ে আনতে সবার সহযোগিতা ও অনুপ্রেরণা পেলে এই সেবাকে আরও বৃহৎ আকারে নিয়ে যাওয়া সম্ভব হবে।
সাম্প্রতিক সময়ে ডিজেলের দাম বেড়ে যাওয়ায় নতুন করে পরিবহনের ভাড়া নির্ধারণ করা হয়েছে। তবে বিভিন্ন রুটে চলাচলকারী পরিবহনের ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনা ঘটছে। এ পরিস্থিতিতে পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা করে ডিজেল ও গ্যাস চালিত পরিবহনে লাল ও সবুজ স্টিার লাগিয়েছে সিএমপি। এরপরও যাত্রীদের সুবিধার্থে ‘হ্যালো সিএমপি’ অ্যপসে দুরত্ব অনুযায়ী ভাড়ার বিষয়টি তুলে ধরা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নগরের জিইসি, দুই নম্বর গেইট, মুরাদপুর, বহদ্দারহাট, বন্দর, পতেঙ্গা, নিউ মার্কেটসহ বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে নগরীর অন্যান্য স্থানে সিসিটিভি ক্যামেরা বসানো হবে।
আরকে/এমআই