chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৫ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু না হলেও শনাক্ত হয়েছেন ৫ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট শনাক্ত হয়েছে এক লাখ দুই হাজার ৩৭৩ জন।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৪৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে পাঁচজনের করোনা শনাক্ত হয়।

এদিন নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৩৪ শতাংশ। শনাক্ত পাঁচজনই চট্টগ্রাম মহানগরের বাসিন্দা।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর