চলছে বন্দরের দেয়াল পুননির্মাণের কাজ
চট্টগ্রাম বন্দরের ওভার ফ্লো কনটেইনার ইয়ার্ডের সীমানার দেয়ালের ধসে যাওয়া অংশ পুননির্মাণের কাজ চলছে। এসময় সীমানার প্রাচীরের পাশে লেবার কলোনীতে সর্তক অবস্থা নিয়েছে সেনাবাহিনী। জনসাধারণের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করতে বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। নগরীর ইপিজেড থানা, লোকমান আবাদ, চাঁনখালী রোড এলাকা থেকে ছবিটি তুলেছেন আলোকচিত্রী এম ফয়সাল এলাহী