সংস্কারের হাত পড়েনি ৪০ বছরেও, আতঙ্কে এলাকাবাসী
নিজস্ব প্রতিবেদক: পলেস্তরা খসে বেরিয়ে এসেছে রড, কোথাও কংক্রিট ফুঁড়ে জন্ম নিয়েছে আস্ত বটগাছ। একাধিক স্থানে দেখা দিয়েছে বড় বড় ফাটল। কোথাও আবার নিরাপত্তার জন্য দেওয়া পিলারের উপরের অংশের নেট ভেঙে বেরিয়ে এসেছে। পরিবহনের ধাক্কায় সৃষ্টি হয়েছে একাধিক গর্তের। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় স্যাঁতসেঁতে জীর্ণ দশা টিএসপি’র (ট্রিপল সুপার ফসফেট) সীমানা প্রাচীরের। এতে যেনো রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দারা। নগরের উত্তর পতেঙ্গায় অবস্থিত টিএসপি’র সীমানা প্রাচীরের দেয়াল ধসে যেকোনা সময় প্রাণহানির আশঙ্কা করছেন তারা।
মো. আব্দুর রহিম নামে এক এলাকাবাসী চট্টলার খবরকে বলেন, দেড় মাস আগে দেয়ালের ওপরে লাল পতাকা দেওয়া হয়েছে। কিন্তু সংস্কারের কোনো উদ্যোগ দেখিনি। ছোট বেলা থেকে এখানে বড় হয়েছি। কখনও দেখিনি কাজ করাতে। চল্লিশ বছরের পুরনো দেয়াল এটি। অনেক জায়গায় ছোট-বড় ফাটল আছে। মালবাহী ট্রাক এই সড়ক দিয়ে যাওয়ার পথে প্রায় ধাক্কা লাগে। কয়েক মাস আগে এক শিশু সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর মানুষ রাস্তায় নেমে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছিল। এরপরও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
গত মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বন্দরের ওভার ফ্লো কনটেইনার ইয়ার্ডের দেয়াল ধসে কয়েকজন আহত হন। দেয়াল ধসে বেশ কয়েকটি দোকান ভাঙা পড়ে। এর আগে গত ১২ সেপ্টেম্বর কাভার্ডভ্যানের ধাক্কায় বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের দেয়াল ধসে সাতজন আহত হয়েছিল। সাম্প্রতিক সময়ে দেশের বেশ কয়েক জায়গায় দেয়াল ধসে কয়েকটি হতাহতের ঘটনা ঘটেছে। নড়বড়ে সীমানা প্রাচীর নিয়েও দুর্ঘটনার আশঙ্কা করছেন অনেকে।
দুর্ঘটনা এড়াতে দ্রুত সময়ের মধ্যে সীমানা প্রাচীরের দাবি জানিয়েছে এখানকার স্থানীয়রা। এগারো বছর ধরে হাদি পাড়া এলাকায় ব্যবসা করে আসা এক মুদি দোকানি চট্টলার খবরকে বলেন, অনেক আগেই দেয়ালটি সংস্কার করা উচিত ছিল। প্রতিদিন এই সড়ক দিয়ে স্কুল শিক্ষার্থী থেকে শুরু করে অনেকে যাতায়াত করেন। বিকেলে গাড়ির চাপ বেড়ে গেলে সড়কে তীব্র যানজট দেখা দেয়। দেড় মাস আগে দেয়ালে লাল পতাকা দিয়ে সীমানা নির্ধারণ করা হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি। দেয়ালটি ভেঙে আরও কয়েক ফিট ভেতরে নিয়ে যাওয়ার দাবি জানান তিনি।
ঝুঁকি বিবেচনায় টিএসপি কর্তৃপক্ষ দেয়াল ঘেঁষে বালু, কংক্রিট ট্রাক রাখার বিষয়ে নিষেধ করলেও অনেকেই তা মানছেন না। দেয়াল ঘেঁষে ডেলিভারী ট্রাকের পাশাপাশি ভ্রাম্যমাণ দোকান দেখা গেছে। পড়ে আছে বালি, সিমেন্ট ও বস্তার স্তুপ। ছয় মাস আগে টিএসপি’র মেইন গেইটের সীমানা প্রাচীরের অংশে সংস্কার করা হয়েছে। তবে পূর্ব হোসেন পাড়া অংশে কাজ হয়নি।
কথা হয় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল বারেকের সঙ্গে। তিনি চট্টলার খবরকে বলেন, ভেঙে পড়ার কারণে টিএসপি’র পশ্চিম অংশের দেয়ালে কাজ করা হয়েছিল। কিন্তু পূর্ব অংশে কাজ হয়নি। আজই ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) প্রেশার দিব জনগণের স্বার্থে দ্রুত সময়ের মধ্যে কাজটি করার জন্য।
এ বিষয়ে জানতে চাইলে টিএসপি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মোহাম্মদ আতাউর রহমান চট্টলার খবরকে বলেন, টেন্ডারের ভিত্তিতে পর্যায়ক্রমে সীমানা প্রাচীরের সংস্কারের কাজ চলছে। মেইন গেইট থেকে হাদিপাড়া অংশে নতুন করে কাজ করা হয়েছে।ডেলিভারী অংশে একটি নতুন প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই-বাছাই শেষ হয়েছে। প্রকল্পের সীমানা নির্ধারণ করে নির্ধারিত অংশে লাল পতাকা দিয়ে দেওয়া হয়েছে। কাজ শুরু হলে সীমানা প্রাচীর ভেঙে নতুন করে মেরামতের কাজ করা হবে।
আরকে/নচ/চখ