chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

স্বামীকে নিয়ে ওমরাহ হজের পথে মাহি

ডেস্ক নিউজ: দ্বিতীয় বিয়ের পর স্বামীকে নিয়ে ওমরাহ হজ করতে যাচ্ছেন ঢালিউডের চিত্রনায়িকা মাহিয়া মাহি।

সামাজিক মাধ্যম ফেসবুকে মাহি এই খবর জানালেন। সৌদি আরব যাত্রার কিছু ছবি পোস্ট করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। জীবনে প্রথমবার ওমরাহ হজে যাচ্ছি। এই অনুভূতি প্রকাশের উর্ধে।’

তিনি তার বর্তমান স্বামী রাকিক সরকারকে ধন্যবাদ দিয়ে দোয়া করনে। সবার কাছ থেকে স্বামীর জন্য দোয়াও কামনা করেন।

প্রসঙ্গত, ‘ভালোবাসার রঙ’ ছবি দিয়ে সিনেমায় তার পথ চলা শুরু।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরের ১৩ তারিখে বিয়ে করেছেন মাহিয়া মাহি। বিয়ের পর এটিই তার প্রথম হজ।

নচ/চখ

এই বিভাগের আরও খবর