আট দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
খালেদার মুক্তি ও বিদেশে সুচিকিৎসা নিশ্চিতের দাবি
চট্টলা ডেস্ক: হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে সাতদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বুধবার (২৪ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় নেতা ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কর্মসূচির মধ্যে রয়েছে ২৫ নভেম্বর রাজধানীসহ সারা দেশে জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ। একইদিনে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করবে সংগঠনটি। ২৬ নভেম্বর বাদ জুমা সারা দেশের মসজিদে মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হবে। পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীরাও নিজ নিজ উপাসনালয়ে প্রার্থনা করবে।
২৮ নভেম্বর সারা দেশে বিক্ষোভ করবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। একইসাথে এই কর্মসূচি ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে পালিত হবে। ৩০ নভেম্বর বিভাগীয় সদরগুলোতে বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে।
এছাড়া, ১ ডিসেম্বর সারাদেশে ছাত্রদলের সমাবেশ, ২ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধা দলের মানববন্ধন, ৩ তারিখে কৃষক দল ঢাকাসহ সারাদেশে সমাবেশ করবে এবং ৪ ডিসেম্বর মহিলা দল মৌন মিছিল করবে।
কর্মসূচি প্রসঙ্গে সাংবাদিকদের বিএনপি মহাসচিব বলেন, এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপরে। প্রয়োজনে কর্মসূচি পরিবর্তনও হতে পারে। সেটা সময় আপনাদেরকে আমরা জানাবো।
এমকে/চখ