chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক : সীতাকুণ্ডের সোনাইছড়িতে সড়ক দুর্ঘটনায় আবুল কাসেম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত আবুল কাসেমের বাড়ি নোয়াখালীর হাতিয়া হলেও তিনি দীর্ঘদিন যাবত বার আউলিয়াস্থ ফুলতলা এলাকায় থাকেন। তিনি কাপড় সেলাইয়ের কাজ করতেন বলে জানা গেছে ।

স্থানীয় সূত্রে জানা যায় , কাসেম রাতে বাইসাইকেল যোগে ওষুধ কিনে ফেরার পথে একটি অজ্ঞাত ট্রাক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। এসময় খবর পেয়ে ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। মঙ্গলবার রাত ১টার সময় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মিতু দেওয়ান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা আহত ব্যক্তিকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করি।

বার আউলিয়া হাইওয়ে থানার এসআই আবুল হাসনাত বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর