chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

২২ বিশ্বকাপে ফাইনাল খেলতে চান মেসি

খেলা ডেস্ক: কোপা আমেরিকা ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতে লিওনেল মেসির আর্জেন্টিনা। এখন মেসিদের চোখ ২০২২ সালের কাতার বিশ্বকাপের দিকে। এরই মধ্যে বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

জাতীয় দলের হয়ে শিরোপা খরা কাটানোর পর এবার আরও একটি ফাইনাল খেলার স্বপ্ন আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির। সেই ফাইনালে প্রতিপক্ষ যে-ই হোক না কেনো, নিজ দলকে নিয়ে আরেকটি ফাইনাল খেলে লক্ষ্য অর্জন করতে চান মেসি।

মঙ্গলবার স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কায় প্রকাশিত সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘নিঃসন্দেহে (বিশ্বকাপ ফাইনাল) হতে পারে স্পেন বা যে কোনো দলের বিপক্ষেই। আমি আরেকটি ফাইনালে খেলতে চাই এবং আরেকটি লক্ষ্য অর্জন করতে চাই। সেই উদ্দীপনা ও স্বপ্নটা সবসময়ই আছে।’

এসময় স্বাভাবিকভাবেই চলে আসে কোপা আমেরিকার প্রসঙ্গ। এই সুখস্মৃতির বিষয়ে মেসির ভাষ্য, ‘জাতীয় দলের হয়ে শিরোপা জয় অসাধারণ ও অবিশ্বাস্য কিছু। কোপা আমেরিকা জয়ের মধ্য দিয়ে আমি একটি লক্ষ্য পূরণ করতে পেরেছি যার জন্য আমাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে।’

মেসি বলেন, ‘আমি এর আগেও বেশ কয়েকবার খুব কাছাকাছি গিয়েও শিরোপাটি জিততে পারিনি। এবার আমরা দুর্দান্তভাবে বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছি। এখন আমরা আরও এগিয়ে যেতে চাই।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর