chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে টিসিজেএ সদস্যরা পেলেন হেলথ কার্ড

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে কর্মরত সকল ভিডিও জার্নালিস্টদের মাঝে হেলথ কার্ড বিতরণ করেছে টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রাম। এই হেলথ কার্ডের মাধ্যমে চট্টগ্রামের বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালে রোগ নির্ণয়ের বিশেষ সুবিধা পাবেন টিসিজেএ সদস্য ও পরিবারের সদস্যরা।

হেলথ কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। এ সময় তিনি বলেন, শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই দেশের এতো উন্নয়ন হচ্ছে। ‘গ্রাম হবে শহর’ এটা এখন আর স্বপ্ন নয় বাস্তবে এর প্রতিফলন হয়েছে।

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের অনিয়ম ও দুর্নীতির ব্যাপারে গণমাধ্যমে আরও বেশি সচিত্র প্রতিবেদন তুলে ধরার আহ্বান জানান তিনি।

টিসিজেএ সাধারণ সম্পাদক দীপঙ্কর দাশ বাবু সঞ্চালনায় এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন টিসিজেএ নির্বাহী সদস্য নুর হাসিব ইফরাজ, সাইমুল আলম মুরাদ, প্রচার সম্পাদক আশরাফুল আলম মামুন, সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন টিসিজেএ সহ-সভাপতি আলী আকবর, যুগ্ম-সাধারণ সম্পাদক এমরাউল কায়েস মিঠু, অর্থ সম্পাদক মো. আলমগীর, দফতর সম্পাদক সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য অমিত দাশ প্রমুখ।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর