ভুয়া র্যাব কর্মকর্তা র্যাবের হাতে আটক
নিজস্ব প্রতিবেদক:চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকা থেকে এক ভুয়া র্যা ব কর্মকর্তাকে আইডি কার্ডসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যা ব) সদস্যরা। আটক ব্যক্তির র্যা বের কাছে নিজের নাম মো. রাশেদ (৪০) বলে জানিয়েছেন।
আটক রাশেদ মৃত নুর আলীর ছেলে। তার বাড়ি সীতাকুণ্ডের দোয়াজী পাড়ায়।
র্যা ব-৭ এর জ্যেষ্ঠ সহকারি পরিচালক নিয়াজ মোহাম্মদ চপল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিবৃতিতে জানানো হয়, বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে আটক রাশেদ মো. রফিক নামে এক ব্যক্তির কাছ থেকে ১ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। অভিযোগের পর গোয়েন্দা নজরদারি শুরু করেন। তথ্য প্রযুক্তির সহতায় তার অবস্থান নিশ্চিতের পর র্যা বেরে একটি টিম অভিযান চালায়। সীতাকুণ্ড উপজেলা গেইটের সামনে থেকে রফিকে আটক করে।
আটকের সময় তার কাছে ভুয়া র্যা ব আইডিকার্ড জব্দ করে। সে টাকা দাবির বিষয়টি স্বীকার করেছেন। এমনকি দীর্ঘদিন ধরে র্যা ব পরিচয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের কথা জানিয়েছেন।
আরকে/নচ