chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনায় মারা গেছেন আরও ৩ জন

শনাক্ত ২৮৪ জন

চট্টলা ডেস্ক: বিগত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩ জন। শনাক্ত হয়েছে ২৮৪ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ৩১৮ জন।
মঙ্গলবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৭ হাজার ৯৫৮ জন। শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৭৪ হাজার ৬৩৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৮ হাজার ৮৫৫ জন।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৭৮১ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ৫৬৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৪৫ শতাংশ।

উল্লেখ্য, এ পর্যন্ত মোট ১ কোটি ৭ লাখ ৬১ হাজার ৯৭৯টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৬৩ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৩ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।

এমকে/চখ

এই বিভাগের আরও খবর