chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নতুন ছবিতে মিমের চুক্তি

ডেস্ক নিউজ: ঢালিউডে অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সম্প্রতি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমাটির নাম ‘পথে হলো দেখা’। তার বিপরীতে নায়ক হিসেবে কে অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি।

শনিবার (২০ নভেম্বর) সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন মিম।

‘পথে হলো দেখা’ সিনেমাটি নিয়ে মিম জানান, তার চরিত্রটির নাম প্রার্থনা। তিনি বলেন, চরিত্রটি আমার ভীষণ পছন্দ হয়েছে। গল্পটি সাধারণ হলেও একটি মিষ্টি প্রেমের ছবি হবে।

প্রযোজনা প্রতিষ্ঠান মাস্টার কমিউনিকেশনের ব্যানারে আগামী ফেব্রুয়ারির শেষ দিকে ‘পথে হলো দেখা’র শুটিং শুরু হবে।

নচ/চখ

এই বিভাগের আরও খবর