chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চমেক খুলছে ২৭ নভেম্বর, বহিস্কারাদেশ গুনল ৩০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: ছাত্রলীগের দু গ্রুপের মধ্যে একাধিক সংঘর্ষের পর বন্ধ হওয়া চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) আগামী ২৭ নভেম্বর খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলেজ প্রশাসন। একই সঙ্গে সংঘর্ষের ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে ৩০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিস্কার হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহেনা আক্তার। সভায় এ ঘটনায় হওয়া তদন্ত প্রতিবেদন পেশ করা হয়।
অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহেনা আক্তার বলেন, সভায় আগামী ২৭ তারিখ থেকে কলেজ খোলার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিকভাবে আমরা আমরা ছাত্রীদের হোস্টেল খুলে দিব। তবে ছাত্রদের হোস্টেল খোলার ব্যাপারে আরেকটু সময় চাওয়া হয়েছে। সংর্ষের সময় জড়িত থাকার কারণে ৩০ জনকে বিভিন্ন মেয়াদে বহিস্কার করা হয়েছে।

উল্লেখ্য, আধিপত্য বিস্তার নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রলীগের দু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর মধ্যে একটি পক্ষ নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চসিক মেয়র আ জ ম নাছিরের অনুসারী। আরেকটি পক্ষ শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী অনুসারী বলে ক্যাম্পসে পরিচিত। সংঘর্ষের পর ক্যাম্পাস বন্ধ করে দেওয়ার পর শিক্ষার্থীদের ছাত্রাবাস ত্যাগ করতে বলা হয়। একই সঙ্গে দুই গ্রুপের পক্ষ থেকে থানায় তিনটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় অর্ধসত ছাত্রলীগ কর্মীকে আসামি করা হয়।

আরকে/নচ

এই বিভাগের আরও খবর