chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নগরীতে প্রতারণার অভিযোগে ভুয়া এনজিও প্রধান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের কাছ থেকে টাকা আত্মসাতের অভিযোগে জান্নাতুল নাঈম (৩৩) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নিজেকে এসএওয়াই নামে একটি ভুয়া উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা বলে দাবি করে আসছিলেন।

গতকাল সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যায় তাকে আটক করা হয়। তার বাড়ি ফেনী সদর এলাকায়। তিনি মৃত করিমুল্লাহ এর মেয়ে।

পুলিশ জানায়, আর্থিক অনুদানের নামে নগরের সাত থেকে আট হাজার নারীর কাছ থেকে জনপ্রতি দুইশো টাকা হাতিয়ে নেয় জান্নাতুল নাঈম। টাকা নেওয়ার পর দীর্ঘ দিনেও কোনো আর্থিক সুবিধা পাননি তারা। অনুদান না পেয়ে ক্ষিপ্ত হয়ে সন্ধ্যায় নগরের হামজারবাগ এলাকায় ওই নারীর কার্যালয়ে ঘেরাও করে ভুক্তভোগীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ভুয়া এনজির প্রতিষ্ঠাতাকে গ্রেফতার করে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর জানান, ওই নারী আর্থিক সুবিধার আশ্বাস দিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছিল। এর সঙ্গে আরও কয়েকজন সম্পৃক্ত রয়েছে। আমরা বাকিদের গ্রেফতারের চেষ্টা করছি।

আরকে/এমআই