নগরীতে পকেটমার চক্রের ৭ সদস্য গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : নগরীতে গণপরিবহনে উঠে যাত্রীদের পকেট মারেন এমন চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ডবলমুরিং থানা পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. ফারুকুজ্জামান প্রকাশ মুমিন (৩৫) কাজী হাফিজুর রহমান প্রকাশ সুমন (৪০), মো. সোহাগ শেখ (৩২), মো. আতাউর রহমান (৪০), মো. একরামুল হক(৩৯), মো. আব্দুল কাদের(৫০) ও মো. হাসান মাহমুদ(৪৪)।
পুলিশ জানিয়েছে, মো. সেফায়েত উল্লাহ বন্ধুদের নিয়ে কাটগড় থেকে বাসায় যাওয়ার জন্য বাসে উঠে। তাদের বহনকারী গাড়িটি ১০ নভেম্বর দুপুরে আগ্রাবাদ বাদমতলী মোড়ে আসলে ফারুকুজ্জামান মুমিন মো. সেফায়েত উল্লার প্যান্টের পকেটে থাকা ২ হাজার টাকা চুরি করে নেওয়ার সময় তার বন্ধু ইমদাদুল হক নাবিল দেখে ফেলে। তখন তার বন্ধুরা ওই পকেট মারকে চুরি হওয়া ২ হাজার টাকাসহ ধরে ফেলেন। মো. সোহাগ শেখ (৩২) এর সাথে থাকা তার সহযোগী অপর কাজী হাফিজুর রহমান সুমনকে সেফায়েতের বন্ধুরা আটক করেন। এই সুযোগে এ চক্রের আরো ৫ জন কৌশলে বাস থেকে নেমে চলে যায়। এই সংক্রান্তে ডবলমুরিং থানায় ১টি মামলা রুজু হয়।
ওই ঘটনায় প্রথমে আটক ব্যক্তির পকেট হতে বাদীর চুরি যাওয়া ২ হাজার টাকা এবং তার সহযোগী অপর ব্যক্তির নিকট থেকে অজ্ঞাত ব্যাক্তির চুরি হওয়া ২৩ হাজার টাকাসহ মোট ২৫ হাজার টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। গ্রেফতার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার সহযোগী আরো ৩ জনের নাম প্রকাশ করে। পরবর্তীতে গোপন সংবাদের সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সহকারী পুলিশ কমিশনার (ডবলমুরিং জোন) মো. আরিফ হোসেনের নেতৃত্বে ডবলমুরিং থানা টিম অভিযান পরিচালনা করে বন্দর থানাধীন নতুন পোর্ট মার্কেটের সামনে থেকে মো. ফারুকুজ্জামান প্রকাশ মুমিন, কাজী হাফিজুর রহমান প্রকাশ সুমন, মো. সোহাগ শেখ, মো. আতাউর রহমান, মো. একরামুল হক, মো. আব্দুল কাদের ও মো. হাসান মাহমুদকে গ্রেফতার করা হয়।
পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃতরা সু-কৌশলে নগরীর কিছু নিন্মমানের আবাসিক হোটেলে অবস্থান করে চুরির পরিকল্পনা করে। ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, দিনের বেলায় তারা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের টার্গেট করে সুযোগ বুঝে তাদের নিকট থাকা অর্থ বিভিন্ন কৌশল অবলম্বন করে চুরি করে থাকে। চোরচক্রটি প্রায় ৩০ দিন যাবৎ চট্টগ্রাম শহরে অবস্থান করছিল এবং এর মধ্যে তারা ১৯ দিন নগরীর বিভিন্ন জায়গায় চুরির চেষ্টা চালায় বলে জানা যায়।
এসএএস/এমআই