chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চিড়িয়াখানায় সাম্বার দম্পতির ঘরে নতুন অতিথি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম চিড়িয়াখানায় সাম্বার হরিণ দম্পতির ঘরে নতুন অতিথি এসেছে। গত শনিবার বিকেল ৪টার দিকে শাবকটির জন্ম হলেও সোমবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

মা ও শাবক সুস্থ আছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ। জানিয়েছেন, এর আগে এই দম্পতির ঘরে ৫টি শাবক ছিল।

বন বিভাগের তথ্য অনুযায়ী, বাংলাদেশের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলীয় পাহাড়ি বনভূমিতে সাম্বার প্রজাতির দেখা মেলে। উপমহাদেশে সবচেয়ে বড় জাতের এই হরিণ তিন বছরে বয়ঃপ্রাপ্ত হয়। সাধারণত এই হরিণ ২০ থেকে ২৫ বছর পর্যন্ত বাঁচে।

চট্টগ্রাম চিড়িয়াখানায় বিরল সাদা বাঘসহ, সিংহ, এশিয়ান ভালুক, মিঠাপানির কুমির, আফ্রিকান জেব্রা, গয়াল, বিভিন্ন প্রজাতির হরিণ ও দেশি-বিদেশি নানা জাতের পাখি আছে।

চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ বলেন, চট্টগ্রাম চিড়িয়াখানায় সাম্বার ছাড়াও আরও দুই জাতের হরিণ আছে। মায়া হরিণ রয়েছে ৪টি, ২৭টি চিত্রা হরিণ। বর্তমানে চিড়িয়াখানায় ৬৬টি প্রজাতির ৬২০ পশু-পাখি আছে। এর মধ্যে চিড়িয়াখানাতেই জন্ম নেয়া একটি সাদা বাঘও রয়েছে।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর