মহেশখালীতে অস্ত্রসহ র্যাবের হাতে আটক ৩
চট্টলা ডেস্ক : কক্সবাজারের মহেশখালী উপজেলার পাহাড়ি এলাকা থেকে অস্ত্রসহ তিন জনকে আটক করেছে র্যাব-১৫। আটকের পর তাদের দেয়া তথ্যে পাহাড়ের মাটিতে পুঁতে রাখা ১০টি অস্ত্র ও বেশকিছু গুলি উদ্ধার করা হয়।
মঙ্গলবার ভোরে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ছামিরাঘোনা পাহাড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, মহেশখালী উপজেলার কালারমারছড়ার ছামিরাঘোনা এলাকার রফিকুল ইসলাম মামুন, একই ইউনিয়নের চিকনী পাড়ার মোহাম্মদ রিফাত ও আইয়ুব আলী।
র্যাব জানায়, গত ৫ নভেম্বর মহেশখালীর কালারমারছড়ায় আত্মসমর্পণ করা জলদস্যু আলাউদ্দিনকে হত্যা করা হয়। এ ঘটনায় তার ভাই ১৮ জনের নাম উল্লেখ করে মামলা করেন। তারপর থেকে একটি ছায়া তদন্ত শুরু করে র্যাব-১৫।
তদন্তে গিয়ে ২২ নভেম্বর বান্দরবানের লামারর ফাইতং থেকে হত্যাকাণ্ডের হোতা, প্রধান আসামি রফিকুল ইসলাম মামুন ও তার সহযোগী রিফাতকে আটক করা হয়।
তাদের দেয়া তথ্যে মামলার ১২ নম্বর আসামি আইয়ুব আলীকে কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকা থেকে আটক করা হয়।
এসএএস/এমআই