chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চমেকে সংঘর্ষ: কাউন্সিল সভায় উঠছে তদন্ত প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদন আজ (মঙ্গলবার) কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় উপস্থাপন করা হবে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) এ তথ্য জানিয়ে চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার বলেন, গতকাল তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছি। তা আজ একাডেমিক কাউন্সিলের সভায় তোলা হবে। এ ছাড়া কলেজ খোলার ব্যাপারেও সভায় আলোচনা হবে বলে জানান তিনি।

এদিকে তদন্ত প্রতিবেদন জমা দিলেও এ বিষয়ে মুখ খুলতে নারাজ তদন্ত কমিটির সদস্যরা। তবে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের অন্তর্কোন্দলকে দায়ী করা হয়েছে বলে জানিয়েছেন একটি বিশ্বস্ত সূত্র।

গত ২৯ ও ৩০ অক্টোবর চমেকে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মতিউর রহমানকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে কলেজ কর্তৃপক্ষ। ওই দিন অ্যাকাডেমিক কমিটির সিদ্ধান্তে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় কলেজ।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর