chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মিতু হত্যা মামলায় নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতুর হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা (পরিদর্শক) নিয়োগ দেওয়া হয়েছে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক একেএম মহিউদ্দিন সেলিমকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে আগের তদন্ত কর্মকর্তা পরিদর্শক সন্তোষ কুমার চাকমাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) বদলি করা হয়েছিল।

পিবিআই চট্টগ্রাম মেট্রোর বিশেষ পুলিশ সুপার নাঈমা সুলতানা গণমাধ্যমকে এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক সন্তোষ কুমার চাকমাকে বদলি করা হয়েছিল। নতুন করে তার স্থলে একেএম মহিউদ্দিন সেলিমকে দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন সকালে জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় হত্যা করা হয় মিতুকে। হত্যাকাণ্ডের পর নগরের পাঁচলাইশ থানায় অজ্ঞাত পরিচয়ের কয়েকজনকে আসামি করে একটি মামলা করা হয়। কয়েক বছর গোয়েন্দা পুলিশ মামলাটি তদন্তের পর পিবিআইর হস্তান্তর করা হয়। বাবুলকেই স্ত্রী হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করে পিবিআই।

আরকে/নচ

এই বিভাগের আরও খবর