হাসপাতালে তাসকিন আহমেদ
ডেস্ক নিউজ: পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে সোমবার ডানহাতে চোট পান পেসার তাসকিন আহমেদ। সেই চোটের কারণে তাকে হাসপাতালে যেতে হয়েছে। চোটের জায়গায় সেলাই করতে হবে এই তারকা পেসারের।
সোমবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানের ইনিংসের ষষ্ঠ ওভারে বল করছিলেন তাসকিন। প্রথম বলে পাকিস্তান অধিনায়ক বাবর আজম স্ট্রেট ড্রাইভ করলে বল আটকানোর চেষ্টা করেন তাসকিন। তবে বলটি তাসকিনের ডান হাতের ওপরের অংশে আঘাত করে। চোট পাওয়ার পর মাঠে মেডিক্যাল টিমের ট্রিটমেন্ট নিলেও পরে মাঠ ছাড়তে হয় তাসকিনকে। তবে এর কিছুক্ষণ পরই মাঠে ফেরেন তিনি। ৩ ওভার বোলিংও করেন। ম্যাচ শেষে অ্যাম্বুলেন্সযোগে কঠোর স্বাস্থ্যবিধি মেনে তাকে নিয়ে যাওয়া হয়েছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সূত্রে জানা গেছে, ম্যাচে বোলিংয়ের সময় ডান হাতে ব্যথা পেয়েছেন তাসকিন। তাই ম্যাচের পর স্ক্যানের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে তাকে। আঘাতের মাত্রা কেমন, তা স্ক্যানের পর জানা যাবে।
এদিকে আগামী ২৬ নভেম্বর থেকে চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৪ ডিসেম্বর।