chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বুধবার ডিসিদের স্মারকলিপি দেবে বিএনপি

চট্টলা ডেস্ক: খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আগামী ২৪ নভেম্বর জেলা প্রশাসকদের (ডিসি) স্মারকলিপি দেবে বিএনপি। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল বলেন, খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আগামী বুধবার আমরা সারা দেশে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেব। দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন ছাড়া আর কোনো পথ নেই উল্লেখ করে সব রাজনৈতিক দলকে একসাথে আন্দোলনে নামার আহ্বান জানান ফখরুল।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। সমাবেশে বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, ঢাকা মহানগরী শাখার সদস্য রফিকুল আলম মজনু, আমিনুল হক প্রমুখ।

এমকে/চখ

এই বিভাগের আরও খবর