দুর্বৃত্তের গুলিতে কাউন্সিলর সোহেল খুন
নিজস্ব প্রতিবেদক: নিজ কার্যালয়ে দুর্বৃত্তের গুলিতে খুন হয়েছেন কুমিল্লা নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মো. সোহেল। সোমবার বিকেল সোয়া ৪ টার দিকে এ ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম সোহেলের মৃত্যু নিশ্চিত করেছেন।
তিনি জানান, গুলিতে সোহেলের মৃত্যু হয়েছে। বিকেল তিনি তার কার্যালয়ে বসে ছিলেন। ওই সময় মুখোশ পরা কয়েকজন যুবক তাকে লক্ষ্য করে গুলি করে। এতে কাউন্সিলর সোহেল লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নেওয়া হলে, দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।