ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার বাকলিয়ায়
চট্টলা ডেস্ক: নগরীর বাকলিয়া থানার তক্তারপুল মনসুরা কলোনি এলাকা থেকে ধর্ষণের অভিযোগে মো. জুয়েল প্রকাশ ঝুটন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার ঝুটন কুমিল্লা জেলার ভাংগুরা বাজার থানার সোনাকান্দা গ্রামের মো. মুসলিম মিয়ার ছেলে। তিনি বর্তমানে বাকলিয়া থানার মনসুরা কলোনি এলাকায় বসবাস করেন।
এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন, রবিবার বিকেলে তক্তারপুল এলাকার মনসুরা কলোনিতে এক নারী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ভিকটিমের বড় বোন বাদী হয়ে মামলা দায়ের করেন। অভিযোগের পরপর একদিন বিকাল ৫টার সময় অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেপ্তার করা হয়।
এমকে/চখ