chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কবে বিয়ে করবেন, নিজেও জানেন না বাবর আজম

খেলা ডেস্ক: বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার পাকিস্তানের বাবর আজম। একের পর এক রেকর্ড ভাঙছেন। শেষ কয়েক বছর ধরেই ধারাবাহিক পারফরমার তিনি।

বাংলাদেশে বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে ব্যক্তিগত পাঁচ প্রশ্নের মুখোমুখি হন বাবর আজম।

এর মধ্যে একটি হলো, কবে বিয়ে করছেন? সহাস্যে এর জবাবও দিয়েছে পাক অধিনায়ক।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সম্প্রতি এক ভিডিও আপলোড করা হয়। যাতে তাকে নিয়ে জনসাধারণ গুগলকে যেসব প্রশ্ন করেছেন তার মধ্য থেকে শীর্ষ পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন বাবর আজম।

তার মধ্যেই একটা ছিল ‘বাবর আজম বিয়ে করবেন কবে?’

প্রথমে অট্টহাসিতে ফেটে পড়েন বাবর। এরপর বললেন, ‘আমি নিজেও এ বিষয়ে জানি না। আমার বাবা মা জানেন। তাই আপাতত আমাকে বর্তমানটা উপভোগ করতে দিন।’

আর বাকি চারটা প্রশ্ন ছিল তিনি কোথায় থাকেন, কোন ব্যাট ব্যবহার করেন, কত আয় করেন?

শেষ প্রশ্নটি ছিল, আপনার (বাবর) আদর্শ কে?

জবাবে বাবর বলেন, এবি ডি ভিলিয়ার্স। ক্যারিয়ারের শুরু থেকেই তাকে অনুসরণ করে এসেছি। তিনি সেরাদের মধ্যে একজন। সে কারণেই আমি তাকে অনুসরণ করতাম।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর