লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত ২
নিজস্ব প্রতিবেদক: লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি আহত হয়েছেন। আজ সোমবার সকালে লোহাগাড়া দিঘির পাড়ে চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীর জানায়, কক্সবাজারমুখী গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাক এবং চট্টগ্রামমুখী সবজিবাহী পিকআপ দ্রুত গতিতে একটি অপরটিকে অতিক্রম করতে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চালকসহ দু’জন আহত হয়েছেন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সকালে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে চালকসহ দুজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।’
এমআই/চখ