chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

৩০ জুন থেকে যান চলবে পদ্মা সেতুতে

ডেস্ক নিউজ: দেশের বহুল আলোচিত পদ্মাসেতু দিয়ে ২০২২ সালের ৩০ জুন থেকে যান চলাচল শুরু করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এ ছাড়ার সেতুর ৮৭ ভাগ কাজ শেষ হয়েছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার (২২ নভেম্বর) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব একথা জানিয়েছেন।

সভায় মন্ত্রণালয় ও বিভাগগুলোর ২০২০-২১ অর্থবছরের কার্যাবলি সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন উপস্থাপনকালে এ তথ্য জানানো হয়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, পদ্মাসেতুর কাজ ৮৭ শতাংশ অগ্রগতি হয়েছে। আশা করছি ৩০ জুন (২০২২) বা তার আশেপাশের সময়ে ইনশাল্লাহ যান চলাচল ওপেন করে দেওয়া হবে।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর