খুলশীতে ডিবি পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ১
নিজস্ব প্রতিবেদক : নগরীর খুলশী থানার এমইএস কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
গতকাল রবিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে এই অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশের উত্তর ও দক্ষিণের দুইটি টিম।
গ্রেফতার মো. শাহাজাহান কক্সবাজারের উখিয়া থানার ফালংখালী ইউনিয়নের মো. ইলিয়াছের ছেলে। তার বিরুদ্ধে খুলশী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এসএএস/এমআই