নগরীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ
নিজস্ব প্রতিবেদক : নগরীর বিভিন্ন এলাকায় আজ সোমবার ৭ ঘণ্টা গ্যাস সংযোগ বন্ধ থাকবে। গ্রাহকের কাছে দুঃখ প্রকাশ করে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীর নিমতলা, বড়পুল, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, বারেক বিল্ডিং, কদমতলী ও তৎসংলগ্ন এলাকাসমূহের কিছু অংশে সোমবার (২২ নভেম্বর) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাস সংযোগ বন্ধ থাকবে।
নগরীর নিমতলা ডিআরএসে আউটলেটে গ্যাসের ভালব প্রতিস্থাপনের কারণে গ্যাস সংযোগ বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি।
এসএএস/এমআই