chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শেখ হাসিনাকে ডি. লিট. উপাধি দিতে চায় চবি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানসূচক ডি. লিট.(ডক্টর অব লেটার্স) উপাধি দেয়ার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান।

তিনি বলেন, রবিবার রাতে উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সভাপতিত্বে সিন্ডিকেটের এক বিশেষ সভায় (৫৩৬ তম, জরুরী) এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় পরিচালনা বিধি ১০ এর ক অনুসারে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এ বিষয়ে একটি প্রস্তাবনা রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো হবে। রাষ্ট্রপতি অনুমোদন দিলে বিশ্ববিদ্যালয় পরবর্তী কার্যপ্রক্রিয়া শুরু করতে পারবে।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর