chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শনাক্ত ও মৃত্যুশূন্য দিন দেখল চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে কমে এসেছে করোনার ভয়াবহতা। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ ছাড়া ভাইরাসটির সংক্রমণও কারো শরীরে শনাক্ত হয়নি। এসময় নমুনা পরীক্ষা করা হয় ৭৯২টি।

সোমবার (২২ নভেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে শনাক্ত-মৃত্যু দুটিই শূন্য। জেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ দুই হাজার ৩৫০ জন এবং মোট এক হাজার ৩৩০ জনের মৃত্যু হয়েছে।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ছয়, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৩৫৭, শেভরন হাসপাতাল ল্যাবে ৩৪০, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে চার, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৩৭, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৩৭ এবং মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১১টিসহ মোট ৭৯২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে কারও শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়নি।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর