হংকংয়ের লাইব্রেরি থেকে তিয়ানমেন গণহত্যার বই উধাও
ডেস্ক নিউজ: তিয়ানমেন গণহত্যা নিয়ে লেখা হংকংয়ের লাইব্রেরি থেকে ২৯ বই উধাও হওয়ার ঘটনা ঘটেছে । এ সংক্রান্ত মোট ১৪৯টি বইয়ের মধ্যে গত একযুগে বইগুলো উধাও হওয়া অব্যাহত আছে।
হংকং ফ্রি প্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, তিয়ানমেন গণহত্যা সংক্রান্ত ১২০টি বই এখনো লাইব্রেরিগুলোতে রয়েছে। চাইলে সেখান থেকে এই বইগুলো পাঠকরা অল্প সময়ের মধ্যে ধার নিতে পারবে।
আবার কিছু বই এমন রয়েছে যে, চাইলে রেফারেন্স সেকশন থেকে চেয়ে নিয়ে পাঠকরা লাইব্রেরিতে বসে পড়তে পারবে। তবে সেগুলো ধার দেওয়া যাবে না।
হংকংয়ের স্বাধীনতাকামীদের আন্দোলন-বিক্ষোভ এবং চীনের দমন-পীড়নের মধ্যে তিয়ানমেন সংক্রান্ত বইগুলো একে একে কমে যাচ্ছে।
মোইহ/নচ