chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাবরের নেতৃত্বে পাকিস্তানের টেস্ট দল ঘোষণা

ঢাকায় এসেছে আর ১৪ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে রোববার ঢাকায় এসে পৌঁছেছে পাকিস্তানের আরও ১৪ ক্রিকেটার । আগামী ২৬ নভেম্বর প্রথম টেস্ট শুরু হবে চট্টগ্রামে। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৪ ডিসেম্বর মিরপুরে।

চলমান পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান। সোমবার অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। এই সিরিজ শেষে ২২ নভেম্বর দেশে ফিরে যাবেন পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটাররা।
এরমধ্যে টেস্ট খেলার জন্য বাংলাদেশ থেকে যাবেন অধিনায়ক বাবর আজম, সহ-অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান, স্পিন অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ এবং দুই পেসার হাসান আলি ও শাহিন শাহ আফ্রিদি।

পাকিস্তান টেস্ট দল- বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আবদুল্লাহ শফিক, আবিদ আলি, আজহার আলি, বিলাল আসিফ, ফাহিম আশরাফ, ফওয়াদ আলম, হাসান আলি, ইমাম-উল হক, কামরান গুলাম, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, নুমান আলি, সাজিদ খান, সরফরাজ আহমেদ, সউদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি ও জাহিদ মাহমুদ।

এমকে/চখ

এই বিভাগের আরও খবর