খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার
নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়া সুচিকিৎসা্ থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক ডা.শাহাদাত হোসেন।
তিনি বলেন, বিরোধী দলের নেতাকর্মীরা মামলা- হামলা নির্যাতনের শিকার হচ্ছে। দেশে মানবতা ও মানবিকতা নেই, আছে শুধু নির্যাতন। বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া জরুরী। কিন্তু সরকারের প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়া সুচিকিৎসা থেকে বঞ্চিত। আমরা আশা করব সরকার বেগম খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশ যাওয়ার ব্যবস্থা করবেন।
রোববার (২১ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম আদালতে হাজিরা শেষে বেরিয়ে আসার পরথে শাহাদাত এসব কথা বলেন।
মহানগর বিএনপির এই আহ্বায়ক বলেন, দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে অনির্বাচিত সরকার একদলীয়ভাবে শাসন করছে। বিশ্ব গণতান্ত্রিক দেশের তালিকায় বাংলাদেশের নাম নেই। একটি স্বাধীন রাষ্ট্রের জনগণের জন্য বিষয়টি লজ্জাজনক। সরকার জনগণের ভোটে নয়, ভোট চুরি করে নির্বাচিত হয়েছে। বক্তব্যের শেষে শাহাদাত দলের কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।
এ সময় আইনজীবীদের মধ্যে অ্যাভোকেট মফিজুল হক ভুঁইয়া, তারেক আহমেদ, সিরাজুল ইসলাম চৌধুরী, আহমদ কামরুল ইসলাম সাজ্জাদ, নিজাম উদ্দিন, ছৈয়দুল আমিন, এরফান, জায়েদ বিন রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন ।
আরকে/নচ