chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনায় আবারও ৭ জনের মৃত্যু

চট্টলা ডেস্ক: করোনায় মৃত্যুশূনের একদিনের ব্যবধানে গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছে ৭ জন। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১৯৯ জনের। এ নিয়ে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৭৪ হাজার ৮৮ জন।
রবিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৮ হাজার ১৯৮ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১৭ হাজার ৭৪ জনের। পরীক্ষা করা হয় ১৭ হাজার ১৩৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৬ শতাংশ।

এমকে/চখ

এই বিভাগের আরও খবর