chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মেক্সিকোর উত্তরাঞ্চলে ৩৭ জন বাংলাদেশি আটক

চট্টলা ডেস্ক: মেক্সিকোর উত্তরাঞ্চলে দুটি ট্রাকের পেছনে লুকানো অবস্থায় ১২টি দেশের ৬০০ অভিবাসন প্রত্যাশীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে তারমধ্যে ৩৭ জন বাংলাদেশি রয়েছেন।

রোববার (২১ নভেম্বর) মেক্সিকোর ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট (আইএনএম) জানায়, স্থানীয় সময় গত শুক্রবার এই অভিবাসন প্রত্যাশীদের আটক করা হয়।

আইএনএমের তথ্য অনুযায়ী, মক্সিকোর ভেরাক্রজ রাজ্যে দুটি ট্রাকের পেছনে লুকানো অবস্থায় যাদের পাওয়া গেছে তাদের মধ্যে ৪৫৫ জন পুরুষ ও ১৪৫ জন নারী। তাদের বেশিরভাগই প্রতিবেশী গুয়াতেমালার অধিবাসী।
আইএনএম জানিয়েছে, অভিবাসনপ্রত্যাশীদের আপাতত আটক করা হয়েছে। এখন হয় তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে, নয়তো তাদের মেক্সিকোতে থাকার সুযোগ দেওয়া হবে।

উল্লেখ্য, বিভিন্ন সময় বিশ্বের নানান দেশ থেকে অভিবাসন প্রত্যাশীদের মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করতে দেখা গেছে। এই অভিবাসন প্রত্যাশীরা বলেছেন, তারা নিজ দেশে দারিদ্র্য বা সহিংসতা থেকে বাঁচতে এই পথ বেছে নিয়েছেন।

এমকে/চখ

এই বিভাগের আরও খবর