chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ক্রোমে ইউজার ইন্টারফেস ডিজাইনে পরিবর্তন

প্রযুক্তি ডেস্ক: ব্রাউজারের ইউজার ইন্টারফেস ডিজাইনে পরিবর্তন এনেছে গুগল ক্রোম। মূলত মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১১-এর সিস্টেমের সঙ্গে সামঞ্জস্য রাখতেই এ পরিবর্তন আনছে জনপ্রিয় ব্রাউজারটি।

ক্রোম ৯৬ ব্রাউজারের মাধ্যমে বাজারে অভিষেক হচ্ছে পরিবর্তিত ইন্টারফেসের। গত মাসেই বাজারে এসেছে উইন্ডোজ ১১। নতুন এ অপারেটিং সিস্টেমের সঙ্গে তাল মেলাতে অ্যাপ নির্মাতারাও প্ল্যাটফর্মটির জন্য নতুন আপডেট উন্মুক্ত করছেন। সেই জোয়ারেই যেন যোগ দিলো গুগল।

ক্রোম ব্রাউজারের নতুন সংস্করণটি সব উইন্ডোজ ১১-এর সব ব্যবহারকারীর জন্যই প্রকাশ করেছে গুগল। মেন্যু আইটেমের গোলাকার কোণ এবং ইউজার ইন্টারফেসের বিভিন্ন ছোটখাটো পরিবর্তন। পরিবর্তনগুলো ‘বাই ডিফল্ট’ ফিচার হিসাবে নজরে পড়বে না ব্যবহারকারীর।

বরং ‘ক্রোম ফ্ল্যাগস’ মেন্যু থেকে এনাবল করে নিতে হবে পরিবর্তনগুলো। ফ্ল্যাগ পিকারে ‘উইন্ডোজ ১১ স্টাইল ফ্ল্যাগ’ হিসাবে দেখা যাবে ফিচারটি। ওই ফ্ল্যাগ ‘এনাবল’ করার পর ব্রাউজার বন্ধ করে আবার চালু করলেই কার্যকর হবে পরিবর্তনগুলো।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর