বন্দরে ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : নগরীর বন্দর থানা এলাকায় ট্রাকের ধাক্কায় মো. ইব্রাহিম (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয় বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক।
নিহত ইব্রাহিম ভোলার চরফ্যাশন এলাকার জাহাঙ্গীরেরে ছেলে। নগরীর ইপিজেড এলাকার লেবার কলোনিতে একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। জাহাজে শ্রমিক হিসেবে কাজ করতেন ইব্রাহিম।
বন্দর থানার ওসি মো. নিজাম উদ্দিন বলেন, বন্দরের আইসিটি ২ নং গেইট এলাকায় ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় ইব্রাহিমের। লাশ উদ্ধার করে চমেক মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা পক্রিয়াধীন।
এসএএস/এমআই