chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সোমবার সারাদেশে সমাবেশের ডাক বিএনপির

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে

চট্টলা ডেস্ক: খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে আগামী সোমবার (২২ নভেম্বর) সারাদেশে সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। শনিবার (২০ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির গণ-অনশন শেষে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নতুন কর্মসূচির বিষয়ে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবি আদায় না হলে আবারও কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় দলীয় নেতা কর্মীদের দুহাত তুলে শপথ করান তিনি। বলেন, ‘খালেদা জিয়াকে মুক্ত করতে যেকোনো ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত। দেশটাকে মুক্ত না করা পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না।

উল্লেখ্য, বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গত শনিবার তাঁকে এই হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে ১২ অক্টোবর হাসপাতালে নেওয়া হয়েছিল খালেদা জিয়াকে। গত ৭ নভেম্বর বাসায় ফিরেছিলেন। এরপর সপ্তাহ না পেরোতেই তাঁকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমকে/চখ

এই বিভাগের আরও খবর