চট্টগ্রামে টিকার আওতায় আসছে তৃতীয় লিঙ্গ ও বস্তিবাসীরা
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গ ব্যক্তি ও বস্তি এলাকায় টিকা প্রদান কার্যক্রম শুরু করতে যাচ্ছে স্বাস্থ্য বিভাগ। চট্টগ্রাম সিভিল সার্জন ডা. ইলিয়াস হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আগামী সোমবার (২২ নভেম্বর) সিভিল সার্জন কার্যালয়ে দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের টিকা প্রদান করা হবে।
একই সঙ্গে ঝাউতলা ছিন্নমূল বস্তীতে আগামী ২১, ২৩, ২৪ ও ২৫ নভেম্বর রেজিস্ট্রেশন ছাড়াও অ্যাস্ট্রোজেনেকা টিকা দেওয়া হবে। এক্ষেত্রে প্রাথমিকভাবে ছিন্নমূল বস্তীতে ২ হাজার ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের জন্য ৩০০ ডোজ টিকার ব্যবস্থা করা হয়েছে।
আরকে/নচ