chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

‘লাল সিং চাড্ডা’ আসছে ১৪ এপ্রিল

ডেস্ক নিউজ: আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ আসছে ১৪ এপ্রিল। বড়দিনে মুক্তির কথা থাকলেও তা পেছানো।

আগামী বছরের ১৪ এপ্রিল সিনেমাটি মুক্তি পাচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া; শনিবার সিনেমার নতুন পোস্টারও প্রকাশ করা হয়েছে।

সঙ্গে পোস্ট করা হয়েছে নতুন একটি পোস্টারও। যেখানে আমিরের সঙ্গে দেখা যাচ্ছে কারিনা কাপুরকে। অনেকদিন পর এই জুটিকে পর্দায় দেখবেন দর্শক।

রোমান্টিক মুডের পোস্টারে একজন দাড়িওয়ালা শিখের লুকে দেখা গেছে আমিরকে। সিনেমার কেন্দ্রীয় চরিত্র এটিই। তার পাশেই কারিনা কাপুরকে দেখা যাচ্ছে।

নিজের চরিত্রে নিয়ে আমির খান ভারতীয় গনমাধ্যম হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘এই চরিত্রটাকে দেখলেই আপনি ভালোবাসবেন। লাল সিং চড্ডা ভীষণ সরল। যে কোনো বিষয়কে ভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে সে। ও এমন একজন যে মুহূর্তের মধ্যে যে কারো সঙ্গে একটা সংযোগ স্থাপন করে ফেলবে।’

‘লাল সিং চাড্ডা’ সিনেমাটি ইংরেজি ভাষার বিখ্যাত সিনেমা ‘ফরেস্ট গাম্প’ -এর বলিউড রিমেক। ‘ফরেস্ট গাম্প’ সিনেমায় অভিনয় করেন খ্যাতনামা অভিনেতা টম হ্যাঙ্কস।

নচ/চখ

এই বিভাগের আরও খবর