chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জ্বলে উঠল ফখরের ব্যাট, সিরিজ হারল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: পরাজয়ের বৃত্তেই আটকে আছে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচে হেরে শূন্য হাতে দেশে ফেরা দলটি ঘরের মাঠেও জয়ে ফিরতে পারছে না। ব্যাটিং ব্যর্থতার কারণে পাকিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচে হেরে সিরিজ খোয়াল বাংলাদেশ।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচেও ব্যাটিং বিপর্যয়ের কারণে ১০৮/৭ রানেই ইনিংস গুটায় টাইগাররা। ১১ বল ও ৮ উইকেট হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে বাবর আজমের পাকিস্তান।

শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১০৮/৭ রানেই ইনিংস গুটায় বাংলাদেশ। দলের হয়ে ৩৪ বলে সর্বোচ্চ ৪০ রান করেন নাজমুল হোসেন শান্ত। দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি ৫ ব্যাটসম্যান

অপরদিকে, ১০৯ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে ১ রানেই মোস্তাফিজুর রহমানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। এরপর ৪৫ বলে ৩৯ রান করে আউট হন রিজওয়ান। কিন্তু সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপে রান না পাওয়া ফখর জামানের ৫১ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৫৭ রানের দায়িত্বশীল ইনিংসে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১০৮/৭ (নাজমুল হোসেন শান্ত ৪০, আফিফ হোসেন ২০; শাহিন আফ্রিদি ২/১৫, শাদাব খান ২/২২)।
পাকিস্তান: ১৮.১ ওভারে ১০৯/২ রান (ফখর জামান ৫৭*, মোহাম্মদ রিজওয়ান ৩৯।

ফলাফল: পাকিস্তান ৮ উইকেটে জয়ী।

উল্লেখ্য, সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি আগামী সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এমকে/চখ

এই বিভাগের আরও খবর