chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জ্যোতি ফোরামের ১০ম বর্ষপূর্তি ও দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: মাইজভান্ডারী আদর্শবাহী ছাত্র ও যুব সংগঠন জ্যোতি ফোরামের ১০ম বর্ষপূর্তি ও দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৮ নভেম্বর) হারুয়ালছড়ির পাটিয়ালছড়িস্থ শোকর-এ-মওলা মঞ্জিলে সংগঠনের সভাপতি সৈয়দ শফিউল আজিম সুমনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মাইজভাণ্ডারী গবেষক, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য, জ্যোতি ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী।

শাহেদ আলী চৌধুরী বলেন, বর্তমান নৈতিক অবক্ষয়ের যুগে যুব সমাজকে চারিত্রিক ও আদর্শবান হিসেবে গড়ে তুলতে মাইজভাণ্ডারী আদর্শবাহী সংগঠনের প্রয়োজনীয়তা রয়েছে। সেই প্রয়োজনীয়তার চাহিদা পূরণে ২০১১ সালে ছাত্র ও যুব সংগঠন জ্যোতি ফোরাম প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করি। রাহবারে আলম মওলা হুজুর মাইজভাণ্ডারী কেবলা কাবা জ্যোতি ফোরামের কার্যালয় পরিদর্শন করেছেন এবং উনার দয়াদৃষ্টি এই সংগঠনের উপর রেখছেন।

বিগত ১০ বছর এই সংগঠন মানবিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, পরিবেশ প্রভৃতি ক্ষেত্রে প্রভূত উন্নয়ন সাধনে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করেছে। জ্যোতি ফোরামের ১০ম বর্ষপূর্তি ও দ্বি-বার্ষিক সাধারণ সভায় আমি অত্র সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং জ্যোতি ফোরামের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। তিনি পরবর্তী কমিটি গঠনকল্পে বর্তমান কার্যকরী পর্ষদকে সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার্থে এক মাস সময় বর্ধিত করে দেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ নুরুল আনোয়ার, এস এম ইমরান ও ডা: পঞ্চানন দাশগুপ্ত। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন জ্যোতি ফোরামের উপদেষ্টা সর্বজনাব মুহাম্মদ নাজমুল হুদা, মুহাম্মদ ওমর ফারুক, আবু সাহাদাত মুহাম্মদ সায়েম সুমন, মুহাম্মদ কামাল উদ্দীন, সুতপা চৌধুরী মুমু, রুবেল কান্তি বৈদ্য, রূপম মল্লিক বাবু, বাবু সেন, মুহাম্মদ আইয়ুব ও মুহাম্মদ আজম। সাংগঠনিক সম্পাদক এস এম নেওয়াজ শাহরিয়ার আসিফের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুল হুদা ইপু।

সংগঠনের পক্ষে আরো বক্তব্য প্রদান করেন জ্যোতি ফোরাম হারুয়ালছড়ি ইউনিটের আহবায়ক রাকিব মুহাম্মদ নুরুল সাব্বির, অথেনটিক মহিলা ইউনিটের আহবায়ক সাইমা সুলতানা, ফটিকছড়ি পৌরসভা ইউনিটের সভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইব্রাহিম, কেন্দ্রীয় পর্ষদ সহ-সভাপতি জয়নাল আবেদীন তাওরাত ও সিনিয়র সহ-সভাপতি এস এম গোফরান উদ্দীন ফরহাদ।

উপদেষ্টা পরিষদ থেকে বক্তব্য প্রদান করেন মুহাম্মদ নাজমুল হুদা, মুহাম্মদ ওমর ফারুক ও ডা: পঞ্চানন দাশগুপ্ত। এ ছাড়া জ্যোতি ফোরামের বিগত এক বছরের যাবতীয় কর্মকাণ্ডের ভিডিওচিত্র প্রদর্শন করেন তথ্য ও প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ মাসুদুল করিম মুরাদ। সভার প্রারম্ভে প্রধান অতিথি জ্যোতি ফোরামের লোগো সম্বলিত মাস্ক বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর