chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে গণঅনশনে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার দাবিতে চট্টগ্রামে
গণঅনশন কর্মসূচি পালন করছে বিএনপির নেতাকর্মীরা।

শনিবার (২০ নভেম্বর) সকাল নয়টায় নগরের নাসিমন ভবনে এই কর্মসূচি শুরু হয়। এসময় খালেদা জিয়ার সুস্থতায় বিদেশে চিকিৎসার দাবি চেয়ে নেতাকর্মীরা স্লোগান দিতে থাকে।

কর্মসূচির এক পর্যায়ে গণঅনশন কর্মসূচিতে অংশ নেন নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। ওই সময় তিনি দাবি করেন, সরকার হিংসাত্মক আচরণের জেরে খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে। তিনি অবিলম্বে খালেদা জিয়ার সুচিকিৎসাসহ কারাবন্দি দলটির নেতাকর্মীদের মুক্তি চান।

এদিকে দলীয় কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই দলটির কার্যালয়ে আসতে শুরু করেন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচিকে ঘিরে নাসিমন ভবনের আশপাশ এলাকায় সর্তক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আরকে/এমআই

এই বিভাগের আরও খবর