আমবাগানে আগুনে পুড়ল বসতঘর
নিজস্ব প্রতিবেদক : নগরীর খুলশী থানার দক্ষিণ আমবাগান এলাকায় রেলওয়ে কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সেমিপাকা ঘর পুড়ে গেছে।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস আগ্রাবাদ স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক বলেন, দিবাগত রাত ২ টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। এরপর আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এক ঘণ্টা ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন, অগ্নিকাণ্ডে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে, উদ্ধার করা হয়েছে ১০ লাখ টাকার মালামাল।
এসএএস/এমআই