chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভারতে বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা মোদীর

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটিতে বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন। ফলে এক বছর ধরে চলে আসা কৃষকদের আন্দোলন সাফল্য পেল ভারতে।

গুরু নানকের জন্মদিনে শুক্রবার এ ঘোষণা দেন নরেন্দ্র মোদী। খবর এনডিটিভির।

মোদী বলেন, আমাদের উদ্দেশ্য সৎ ছিল। কিন্তু কৃষি আইনের সুফলের কথা কিছু কৃষককে আমরা বোঝাতে পারিনি। আসুন, সব আবার নতুন করে শুরু করা যাক।এখন কাউকে দোষারোপের সময় নয়।

গুরু নানকের জন্মদিনে মোদীর এই ঘোষণা ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন রাজনীতিবিদরা।

কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লির উপকণ্ঠে অবস্থানকারী কৃষকদের বড় অংশই পাঞ্জাব এবং পশ্চিম উত্তরপ্রদেশের। এসবের মধ্যে শিখ এবং জাঠ জনগোষ্ঠীর কৃষক রয়েছেন অনেক। আর আগামী বছরের শুরুতে ওই দুই প্রদেশে বিধানসভা ভোট হওয়ার কথা রয়েছে।

গত বছরের সেপ্টেম্বরে তিনটি কৃষি বিল সংশোধন করে আইনে পরিণত করে মোদি সরকার। এর পর থেকেই দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থানে কৃষক আন্দোলন শুরু হয়।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর