chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

খালেদা জিয়ার প্রতি প্রধানমন্ত্রীর মহানুবতা নজিরবিহীন

চবির ৫৬তম দিবসে তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: শারীরিকভাবে অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতা নজিরবিহীন বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডা. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)৫৬তম দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া আদালত থেকে খালাস পানিনি, জামিনও পাননি। এরপরও তাকে কারাগারের বাইরে রাখা হয়েছে। তিনি যখন কারাগারেও ছিলেন, তখন তার সাথে একজন গৃহপরিচারিকা থাকতে দেয়া হয়েছে। এই উপমহাদেশে বৃটিশ আমলে এমন হয়েছে কিনা আমি জানিনা। তবে দেশ বিভাগের পর পাকিস্তান কিংবা বাংলাদেশ আমলে হয়নি। এসব সম্ভব হয়েছে একমাত্র বঙ্গবন্ধু কন্যার মহানুভবতার কারণে।
সরকারি দলের সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে সারাদেশে নৈরাজ্য চালাচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য টেনে মন্ত্রী বলেন, মানুষের ওপর পেট্টোলবোমা নিক্ষেপের রাজনীতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরাই করেছে। দিনের পর দিন মানুষকে অবরূদ্ধ করে রাখার রাজনীতি, স্কুল ছাত্রের ওপর বোমা নিক্ষেপ, বিশ্ব ইজতেমা ফেরত মুসল্লির ওপর বোমা নিক্ষেপ, মসজিদের মধ্যে মোয়াজ্জিনের ওপর হামলা এসব কিছুই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরাই করেছেন। তারা দেশে যে কী পরিমাণ নৈরাজ্য বিভিন্ন সময় চালিয়েছে সেটি দেশের মানুষ ভুলে যায়নি।
এর আগে চবির বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান অংশ নেনে হাছান মাহমুদ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন প্রক্টর ড. রবিউল হোসেন ভুঁইয়া। এতে অন্যানের মধ্যে বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য প্রফেসর বেনু কুমার দে, সাবেক উপাচার্য আনওয়ারুল আজিম আরিফ, ড. এম বদিউল আলম, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সাবেক মূখ্য সচিব ড. আবদুল করিম, সেক্রেটারি মাহাবুবুল আলম, চাকসুর সাবেক ভিপি মাজহারুল হক শাহ, চাকসুর ভিপি নাজিম উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার এস এম মনিরুল হাসান। প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের প্রফেসর ড. মহিবুল আজিজ।

আরকে/এমকে/চখ

এই বিভাগের আরও খবর