chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চান্দগাঁওয়ে জাল নোটসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক : নগরীর চান্দগাঁও থেকে ৩৬ হাজার টাকার জাল নোট জব্দ করেছে র‌্যাব। এ সময় ২ জন জালনোট প্রস্তুতকারীকে আটক করা হয়েছে।

বুধবার (১৭ নভেম্বর) তাদের আটক করা হয়। তারা হলেন মো. নসু মিয়া (৩২) ও মো. নাজিম উদ্দিন (৩২)।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার বলেন, গোপন সংবাদে জানতে পারি চান্দগাঁওয়ের মোহরা এলাকায় কিছু লোক জাল টাকাকে আসল টাকা বলে চালানোর চেষ্টা করছে। এরই পরিপ্রেক্ষিতে বুধবার মোহরা এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থাকা ৩৬ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

নগরীর বিভিন্ন এলাকায় জাল টাকাকে আসল টাকা বলে চালিয়ে আসার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আসামিরা।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর