chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাঁশখালীতে অস্ত্রসহ ডাকাত আটক

নিজস্ব প্রতিবেদক : বাঁশখালী থানার পূর্ব পুঁইছুড়ি পাহাড়ী এলাকায় ২টি এলজি অস্ত্রসহ মো. নুরুল হুদা (৫০) নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশ। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই ডাকাত পালিয়েছে বলে জানা যায়।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ৯ টায় মো. নুরুল হুদাকে বাঁশখালী পুলিশ আটক করে। তার থেকে দুইটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়েছে।

আটক মো. নুরুল হুদা স্থানীয় পুঁইছুড়ি ইউপির ৫ নং ওয়ার্ডের মৃত হাবিব উল্লাহর ছেলে।

বাঁশখালীর ওসি মো. কামাল উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মাদকদ্রব্য বিক্রির উদেশ্যে পূর্ব পাহাড়ী এলাকায় নিজ বাড়ির সামনে অবস্থান করছেন ডাকাতরা। সেখান থেকে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ২ টি এলজিসহ এক ডাকাতকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে থানায় অস্ত্র আইনে মামলা হচ্ছে। এছাড়া ডাকাত নুরুল হুদার বিরুদ্ধে ১৫ মামলা রয়েছে বলেও জানান তিনি।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর